ঢাকা (সকাল ৬:৩০) রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গৌরীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা, র‍্যাবের হাতে যুবক গ্রেপ্তার

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock সোমবার রাত ০২:১৭, ১১ এপ্রিল, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার আসামি মামুন মিয়াকে (২৩) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১৪।

গত রোববার সকালে নারায়নগঞ্জের রুপগঞ্জের কাঞ্চন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, আসামিকে গৌরীপুর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

গ্রেপ্তারকৃত মামুন উপজেলার গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের মোঃ শাবদুল মিয়ার ছেলে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে ওই ছাত্রীর বাড়ি উপজেলার অচিন্তপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। শনিবার সকালে ওই ছাত্রী বাড়ি থেকে বের হয়ে বিদ্যালয়ে যাচ্ছিল। পথিমধ্যে মামুন ওই ছাত্রীকে আমের লোভ দেখিয়ে জঙ্গলের ভেতর নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ চেষ্টা চালায়। এসময় স্থানীয় এক ব্যক্তি জঙ্গলে বাঁশ কাটতে গেলে ওই ছাত্রীকে ফেলে রেখে মামুন দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ওই ছাত্রীর দাদা বাদী হয়ে শনিবার রাতে মামুনকে আসামি করে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ আব্দুল হালিম সিদ্দিকী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। যার মামলা নং-১০।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT