ঢাকা (রাত ২:৪৭) বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে সিপিবি’র সম্মেলন অনুষ্ঠিত

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock রবিবার বিকেল ০৫:০৩, ৯ জানুয়ারী, ২০২২

ময়মনসিংহের গৌরীপরে ‘দুঃশাসন হঠাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো, সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের সংগ্রাম জোরদার করো’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উপজেলা শাখার সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় উদীচী ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন পার্টির ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি কমরেড এডভোকেট এমদাদুল হক মিল্লাত। উদ্বোধনের পর একটি র‌্যালী পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন স্থলে এসে শেষ হয়।

গৌরীপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন-আল-বারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কমিটির সদস্য কমরেড মজিবুর রহমান ফকির, সাবেক সভাপতি কমরেড মকবুল হোসেন, পৌর শাখার সম্পাদক কমরেড ওবায়দুর রহমান, শ্যামগঞ্জ শাখার সাধারণ সম্পাদক কমরেড ডা. মোঃ শহিদুল্লাহ, উপজেলা শাখার সদস্য কমরেড আব্দুল লতিফ, উপজেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি যুবনেতা কমরেড আলী আশরাফ আবীর, ছাত্র ইউনিয়নের সভাপতি এনামুল হক অনয় প্রমুখ।

পরে কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে কমরেড মোঃ লুৎফুর রহমানকে সভাপতি, কমরেড হারুন-আল-বারীকে সাধারণ সম্পাদক ও কমরেড আব্দুল লতিফকে সহ-সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সম্মেলনে জাতীয় সংগীত ও গণ সংগীত পরিবেশন করেন উদীচী শ্যামগঞ্জ শাখা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT