ঢাকা (বিকাল ৩:১০) বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে সার ডিলারকে জরিমানা 

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বৃহস্পতিবার রাত ১০:১০, ৩ ফেব্রুয়ারী, ২০২২

গৌরীপুরে দাম বেশি রাখায় এক সার ডিলারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। অভিযুক্ত সার ডিলার উপজেলার মাওহা ইউনিয়নের কাচারি বাজারের রফিকুল ইসলাম। তাকে ভোক্তা অধিকার আইনে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ এ জরিমানা আদায় করেন।

জানা যায়, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কৃষক সমিতি, গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ফকির বাজারে এমওপি ও ডিএফপি সার ক্রয় করতে গেলে উল্লিখিত ডিলার অতিরিক্ত দাম চান, এসময় তাকে চ্যালেঞ্জ করে বিষয়টি গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করেন তিনি । কৃষি কর্মকর্তা প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পান। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।

গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লিপি জানান- সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে সারের অতিরিক্ত দাম রাখার কোন সুযোগ নেই। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT