ঢাকা (সকাল ৭:১৫) বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে সাবেক প্রধান শিক্ষক আরফান আলীর মৃত্যুবার্ষিকীতে শোকর‌্যালি ও স্মরণসভা

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock মঙ্গলবার রাত ০৮:২৩, ২৫ জানুয়ারী, ২০২২

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গাঁওগৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রয়াত আরফান আলীর প্রথম মৃত্যুবার্ষিকীতে সহকারি শিক্ষক প্যানেলের উদ্যোগে মঙ্গলবার (২৫জানুয়ারি) স্মরণসভা, শোকর‌্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিক্ষা কমিটির সভাপতি মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, প্রয়াত আরফান আলী ছিলেন শিক্ষক সমাজের আইকন। নেতৃত্বের মাধ্যমে শিক্ষকদের অধিকার আদায়ের একজন বলিষ্ট কর্মী ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরমুজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোফাখখারুল ইসলাম। সঞ্চালনা করেন ইব্রাহিম স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজহারুল ইসলাম। সূচনা বক্তব্য রাখেন গৌরীপুর সহকারি শিক্ষক প্যানেলের প্রতিনিধি মো. ফারুকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর মো. সাদেকুর রহমান, গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ সাংবাদিক শফিকুল ইসলাম মিন্টু, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মোজাহিদুল ইসলাম, আবু রায়হান, আব্দুর রাশিদ, গৌরীপুর প্রেসক্লাবের সাবে সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস, গোলাম কিবরিয়া, মো. হাবিবুর রহমান, গোলাম আকবর, আনোয়ারুল ইসলাম, মো. আব্দুল খালেক, মাসুদ আলম ভূইয়া ও মরহুমের পুত্র নাভিন আল মুসা।

এছাড়াও বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমনা সফিনাজ লাবণী, মো. মহসিন মিয়া, রাহিমা আক্তার রুমা, সেতু নাহা, সোহানা আক্তার ঝুমা, তানিয়া সুলতানা, ফাতেমা আক্তার খাতুন, দিতি বানু, রফিকুল ইসলাম, মো. রাজিব হোসেন, নয়ন কুমার দাস, সুজন দাস প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT