ঢাকা (সন্ধ্যা ৬:৩৯) শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দিন বন্ধের পর আবারো শুরু হয়েছে আমদানী রপ্তানী Meghna News সাঘাটায় পূর্ব শত্রুতার জের ধরে পথ রোধ করে মারপিট Meghna News গৌরীপুর মহিলা কলেজের গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন তানজীন চৌধুরী Meghna News চাঁপাইনবাবগঞ্জে কাল থেকে চালু হচ্ছ বন্ধ থাকা আমদানী রপ্তানী Meghna News ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান ও ছেলে গ্রেপ্তার Meghna News আ.লীগকে প্রশ্রয় না দেয়ার আহ্বান জানিয়েছে হাফেজ আজিজুল Meghna News শুভ জন্মদিন স্বপ্নের নায়ক সালমান শাহ Meghna News প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত Meghna News শহিদুল-বেনজিরের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ Meghna News শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে গৌরীপুরে শিক্ষকদের মানববন্ধন

গৌরীপুরে সাবেক প্রধান শিক্ষক আরফান আলীর মৃত্যুবার্ষিকীতে শোকর‌্যালি ও স্মরণসভা

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock মঙ্গলবার রাত ০৮:২৩, ২৫ জানুয়ারী, ২০২২

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গাঁওগৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রয়াত আরফান আলীর প্রথম মৃত্যুবার্ষিকীতে সহকারি শিক্ষক প্যানেলের উদ্যোগে মঙ্গলবার (২৫জানুয়ারি) স্মরণসভা, শোকর‌্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিক্ষা কমিটির সভাপতি মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, প্রয়াত আরফান আলী ছিলেন শিক্ষক সমাজের আইকন। নেতৃত্বের মাধ্যমে শিক্ষকদের অধিকার আদায়ের একজন বলিষ্ট কর্মী ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরমুজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোফাখখারুল ইসলাম। সঞ্চালনা করেন ইব্রাহিম স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজহারুল ইসলাম। সূচনা বক্তব্য রাখেন গৌরীপুর সহকারি শিক্ষক প্যানেলের প্রতিনিধি মো. ফারুকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর মো. সাদেকুর রহমান, গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ সাংবাদিক শফিকুল ইসলাম মিন্টু, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মোজাহিদুল ইসলাম, আবু রায়হান, আব্দুর রাশিদ, গৌরীপুর প্রেসক্লাবের সাবে সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস, গোলাম কিবরিয়া, মো. হাবিবুর রহমান, গোলাম আকবর, আনোয়ারুল ইসলাম, মো. আব্দুল খালেক, মাসুদ আলম ভূইয়া ও মরহুমের পুত্র নাভিন আল মুসা।

এছাড়াও বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমনা সফিনাজ লাবণী, মো. মহসিন মিয়া, রাহিমা আক্তার রুমা, সেতু নাহা, সোহানা আক্তার ঝুমা, তানিয়া সুলতানা, ফাতেমা আক্তার খাতুন, দিতি বানু, রফিকুল ইসলাম, মো. রাজিব হোসেন, নয়ন কুমার দাস, সুজন দাস প্রমুখ।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT