ঢাকা (রাত ৩:২০) মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ মাদকসেবীকে দণ্ড

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock রবিবার রাত ০১:২৭, ১০ এপ্রিল, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে পাঁচ মাদকসেবীকে কারাদণ্ড  ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযানে ধৃত ৫ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান ও ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্যাট হাসান মারুফ।

মাদকসেবীদের মধ্যে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে পৌর শহরের বাড়ীওয়ালাপাড়া এলাকার মৃত হারাধন সরকারের ছেলে সজল সরকার (৪০)কে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার ৫শ টাকা অর্থদণ্ড, সহনাটি ইউনিয়নের সরিষাহাটি গ্রামের মোঃ বাবুল হোসেনের ছেলে মোঃ রাজীব হোসেন (৩০)কে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড, গিধাঊষা গ্রামের মোঃ আলী হোসেনের ছেলে মোঃ পলাশ (৩০)কে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, গিধাঊষা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মামুন (২৬)কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা অর্থদণ্ড এবং পৌর শহরের মধ্যবাজার এলাকার মৃত আঃ হান্নানের ছেলে মোঃ সজিবর রহমান হিমেল(৩১)কে হেরোইন সেবনের দায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

মাদকসেবীদের কাছ থেকে মোট উদ্ধারকৃত ১ কেজি গাঁজা ও ০১ গ্রাম হেরোইন পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করেন ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর “খ” সার্কেল।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT