গৌরীপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ বুধবার রাত ০১:১৫, ২০ জুলাই, ২০২২
‘মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২১ জুলাই ৩য় পর্যায়ের ২য় ধাপের ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করেছে উপজেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পড়ে শুনান উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ।
তিনি জানান, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে নির্মিত ৩য় পর্যায়ের ২য় ধাপে এ উপজেলায় ৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতক করে জমির কবুলিয়াত দলিল ও নামজারি খতিয়ানসহ সেমিপাকা নতুন ঘর হস্তান্তর করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. নিকহাত আরা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সোহেল রানা, উপজেলা প্রকৌশলী অফিসের সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সালাহ উদ্দিন সোহেল, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।