ঢাকা (সন্ধ্যা ৬:০৬) বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে বাছাইয়ের প্রথম দিনে ৭ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock সোমবার সন্ধ্যা ০৭:৩৩, ২৯ নভেম্বর, ২০২১

চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীসহ ৭জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সোমবার রির্টানিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়পত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিন এই ৭জন প্রার্থীর মনোনয়পত্র বাতিল করা হয়।

সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার সূত্রে জানা যায়, দলীয় প্রধানের পত্র না থাকায় অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ জয়নাল আবেদীন ও মোঃ জহিরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ঋণ খেলাপীর জামিনদার মাওহা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ কালনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ঋণ খেলাপীর কারণে অচিন্তপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ দুলাল ফকির, বোকাইনগর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্র্থী হাবিবুল ইসলাম খান শহীদ ও ডৌহাখলা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সংশ্লিষ্ট ইউনিয়নে সরকারি কাজের ঠিকাদারী থাকার কারণে ভাংনামারী ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ নেজামুল হকের মনোনায়নপত্র বাতিল করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার সজল চন্দ্র সরকার বলেন, যে সকল প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা সকলেই আপিল করতে পারবেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT