ঢাকা (সকাল ৭:০৭) বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি ও শীতবস্ত্র বিতরণ

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৫৬, ২০ জানুয়ারী, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে স্থানীয় ৮০ জন দৃষ্টি প্রতিবন্ধী নারী পুরুষের মাঝে সাদাছড়ি ও শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। এ

তে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আবু আব্দুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ। বৃহস্পতিবার (২০ জানুয়ারী) দুপুরে সংগঠনের জেলা শাখার উদ্যোগে গৌরীপুর রেলস্টেশন এলাকায় এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের কেন্দ্রিয় কমিটির মহাসচিব আইয়ুব আলী হাওলাদারের সভাপতিত্বে ও কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, ময়মনসিংহের সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আবু আব্দুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকীম, দিলুয়ারা আক্তার, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কার্তিক চন্দ্র রায়, গৌরীপুর সমাজসেবা অফিসের কর্মকর্তা ইকবাল হাসান খান, ইউপি মেম্বার বাদল মিয়া, সংগঠনের জেলা শাখার সভাপতি রাসেল মিয়া, সাধারণ সম্পাদক রিপন মিয়া, সদস্য আব্দুর রশিদ প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT