ঢাকা (রাত ১২:০৬) বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে দুই চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কারের সুপারিশ

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শনিবার সন্ধ্যা ০৬:২৪, ২৫ ডিসেম্বর, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীকে স্বেচ্ছাসেবকলীগ থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

বহিষ্কারের সুপারিশ প্রাপ্ত ওই দুই চেয়ারম্যান প্রার্থী হলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও মাওহা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আল ফারুক(ঘোড়া প্রতীক) ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ও মইলাকান্দা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহীনূর আলম শাহীন।

শনিবার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোহেল রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাকিবুল হক রাকিব সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সুপারিশের বিষয়টি নিশ্চিত করা হয়।

উপজেলা স্বেচ্ছসেবকলীগের সভাপতি সোহেল রানা বলেন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করে জেলায় পত্র দেয়া হয়েছে। ঊর্ধ্বতন নেতৃবৃন্দ বহিষ্কারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT