গৌরীপুরে চুরি হওয়া সরকারি মালামাল উদ্ধার; থানায় মামলা
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ সোমবার রাত ১১:৫১, ২৫ জুলাই, ২০২২
ময়মনসিংহের গৌরীপুরে চুরি হওয়ার সরকারি মালামাল উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। সোমবার গৌরীপুর পৌর ভূমি অফিসের ভূমি সহসকারি দীপক কুমার বর্মণ বাদী হয়ে গৌরীপুর থানায় মামলাটি দায়ের করেন। গৌরীপুর থানার মামলা নং-২০, তারিখ-২৫ জুলাই ২০২২খ্রি.।
মামলায় আসামি করা হয়েছে-পৌর শহরের মৃত ধলা মুন্সীর ছেলে রাসেল মিয়া (৩৫), সরকারপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে নূরে আলম সিদ্দিকী ওরফে নবী (৪০)।
ভূমি অফিস ও মামলা সূত্রে জানা গেছে পৌর শহরের ৩ নং ওয়ার্ডের পরিত্যক্ত ঝলমল সিনেমা হলটি সরকারি সম্পত্তি হিসাবে পৌর ভূমি অফিসের অধীনে রয়েছে। গত ২১ জুলাই ভূমি সহকারি দীপক কুমার বর্মণ গোপন সংবাদের জানতে পারেন ঝলমল সিনেমা হল থেকে লোহার মালামাল চুরি হয়েছে।
বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে ওইদিন বিকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোসা. নিকহাত আরা ও গৌরীপুর থানার পুলিশ মালামাল উদ্ধারে অভিযান চালায়। অভিযানে পৌর শহরের সরকারপাড়া মহল্লার নূরে আলম সিদ্দিকী ওরফে নবীর ভাড়া নেয়া বাসা থেকে চুরির মালামাল উদ্ধার করা হয়। এ সময় নবীকে না পেয়ে পুলিশ তার স্ত্রী ফরিদা বেগমকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান রাসেল মিয়ার কাছ থেকে তার স্বামী এগুলো ক্রয় করেছেন।
উদ্ধার হওয়া মালামালের মধ্যে আছে ৫০ কেজি ওজনের লোহার ভিম ৩টি, ২৫ কেজি ওজনের লোহার ভিম ২টি, ৩২ কেজি ওজনের লোহার অ্যাঙ্গেল ৩টি ও ৩ কেজি ওজনের লোহার ভিম ২টি।
এ বিষয়ে জানতে চাইলে মোঃ রাসেল মিয়া বলেন, মামলার বিষয়ে আমি অবগত নই। চুরির অভিযোগ মিথ্যা।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ আব্দুল হালিম সিদ্দিকী বলেন, মামলা হয়েছে। ঘটনা তদন্ত ও আসামি ধরার চেষ্টা চলছে।