ঢাকা (সকাল ১১:৪০) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে ক্ষেতমজুর সমিতির সম্মেলন অনুষ্ঠিত; ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন 

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বৃহস্পতিবার রাত ০২:৩১, ২১ জুলাই, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরের সিধলা ইউনিয়ন শাখা বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ইউনিয়নের হাসনপুর বাজারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে আব্দুল হাই মন্ডলকে সভাপতি ও  রুকন উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিব) জেলা শাখার সভাপতি ও ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা কমরেড এডভোকেট এমদাদুল হক মিল্লাত প্রধান অতিথি থেকে সম্মেলন উদ্বোধন করেন।

আব্দুল হাই মন্ডলের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক অর্ণব সরকার, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড হারুন আল বারী, উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, জেলা উদীচীর সহ-সভাপতি স্বপন সরকার, সাধারণ সম্পাদক যীশুতোষ তালুকদার, উদীচী শিল্পীগোষ্ঠী উপজেলা কমিটির সভাপতি ওবায়দুর রহমান, উদীচী শ্যামগঞ্জ শাখার সভাপতি মোঃ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক জয়ন্ত রায়, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক গোকুল সূত্রধর মানিক, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এনামুল হাসান অনয়, সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ।

সম্মেলনে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’র জেলা ও শ্যামগঞ্জ শাখার শিল্পীবৃন্দ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT