ঢাকা (রাত ২:১৭) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে কৃষক সমিতির ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock রবিবার রাত ১১:২৫, ২৭ মার্চ, ২০২২

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নে বাংলাদেশ কৃষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বোকাইনগর ইউনিয়নের হযরত নিজাম উদ্দিন আউলিয়া (রা.) এর মাজারের বাজারে রবিবার বিকাল ৫টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।

বোকাইনগর ইউনিয়ন কমিটির আহবায়ক রেজাউল করিম রুমেল এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল লতিফের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক রিয়াজুল হাসনাত।

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি হারুন-আল-বারী, উপজেলা কমিটির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন হেলিম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, দপ্তর সম্পাদক গোলাম মোহাম্মদ, গৌরীপুর সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট এর প্রাক্তন অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা সুশাসনের জন্য নাগরিক(সুজন) এর সাধারণ সম্পাদক এডভোকেট সাখাওয়াত হোসেন তসলিম, বোকাইনগর ইউনিয়ন প্রকৌশলী রিয়াজুল হাসনাত, বোকাইনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য বদর উদ্দিন, গড়পাড়া গ্রাম কমিটির সভাপতি খলিল উদ্দিন খান পাঠান, উদীচী গৌরীপুর শাখা সংসদের সভাপতি ওবায়দুর রহমান, ছাত্র ইউনিয়ন উপজেলা কমিটির সভাপতি এনামুল হাসান অনয় প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়ন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আলী হোসেন, বোকাইনগর ইউনিয়ন কমিটির সভাপতি এমদাদুল হক, ভিটেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আলম ভূঁইয়া মুকুল।

সম্মেলনে রিয়াজুল হাসনাতকে সভাপতি, খলিল উদ্দিন খান পাঠানকে সাধারণ সম্পাদক এবং সাইদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT