গৌরীপুরে করোনার বুস্টার টিকাদান শুরু
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ রবিবার বিকেল ০৫:০৭, ৯ জানুয়ারী, ২০২২
পুরো বিশ্বে যখন কোভিড-১৯ এর ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর ঝুঁকি, সেই সময়ে ময়মনসিংহের গৌরীপুরে এর ৩য় ঢেউ মোকাবেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ এর বুস্টার (৩য় ডোজ) টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৮ জানুয়ারী) স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ নিজে টিকা গ্রহণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় টিকা গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।
রবিবার (৯ জানুয়ারী) গৌরীপুর উপজেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা স্বতফূর্তভাবে বুস্টার টিকা গ্রহণ করেন। এ দিন বুস্টার ডোজ নিলেন গৌরীপুর প্রেসকাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, সাবেক সভাপতি ম.নূরুল ইসলাম, সাবেক সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাবেক সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক ছাড়াকার আজম জহিরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আলী হায়দার রবিন, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, অর্থ সম্পাদক শামীম খান, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, আজকের পত্রিকার প্রতিনিধি আরিফ আহম্মেদ, ঢাকা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি ওবায়দুর রহমান, দৈনিক ভোরের পাতা পত্রিকার প্রতিনিধি মোঃ শাহজাহান কবির, প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি রাকিবুল ইসলাম প্রমুখ। এসময় আরো টিকা গ্রহণ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ রবিউল ইসলাম জানান, কোভিড-১৯ এর ১ম ও ২য় ডোজ টিকা গ্রহণকারী ব্যক্তির ৬ মাস অতিক্রম হওয়ার পর এসএমএস প্রাপ্তির ভিত্তিতে বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে টিকা কার্ডের কপি প্রিন্ট করে সঙ্গে নিয়ে আসতে হবে।