গৌরীপুরে উদ্বোধন হয়ে গেলো তিনদিন ব্যাপী কৃষি মেলার
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ সোমবার ১২:৫৭, ২৫ জুলাই, ২০২২
“অর্থকরী ফসল চাষে, অর্থ-পুষ্টি দুই-ই আসে”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উদ্বোধন হয়ে গেলো তিনদিন ব্যাপী কৃষি মেলার।
রোববার (২৪ জুলাই) দুপুরে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে এমপি নাজিম আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি, অতিরিক্ত কৃষি অফিসার নিুলফার ইয়াসমিন জলি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অরুণিমা কাঞ্চি সুপ্রভা শাওন, আব্দুল ওয়াহেদ খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল হাসিম প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি বলেন, তিনদিন ব্যাপী কৃষি মেলার সমাপনী হবে আগামী মঙ্গলবার। মেলায় মোট ১২টি স্টল অংশগ্রহণ করেছে।