ঢাকা (রাত ১১:৪৬) বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৫ প্রার্থীকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার বিকেল ০৫:৫৮, ২৩ ডিসেম্বর, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে ইউপি নির্বাচনে আচরণবিধি লংঘনের দায়ে বুধবার (২২ডিসেম্বর) তিন জন চেয়ারম্যান প্রার্থী ও ২ জন সাধারণ সদস্য প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

৩ জন চেয়ারম্যান প্রার্থীকে ১৫ হাজার টাকা ও ২ জন সদস্য প্রার্থীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার রাতে বোকাইনগর ইউনিয়নে নৌকার প্রার্থী মোঃ হাবিবুল্লাহর কর্মীদের ৫ হাজার টাকা, স্বতন্ত্র ঘোড়া প্রতীকের প্রার্থী আল মুক্তাদীর শাহীনের কর্মীদের ৫ হাজার টাকা ও অচিন্তপুর ইউনিয়নের স্বতন্ত্র মোটর সাইকেল প্রতীকের প্রার্থী মোঃ জায়েদুর রহমান এর কর্মী সমর্থকদের ৫ হাজার টাকা জরিমানা করেন।

অন্যদিকে বোকাইনগর ইউনিয়নের তেলিহাটি বাজারে ফুটবল প্রতীকের সদস্য প্রার্থীর মোঃ কামাল হোসেনের কর্মী-সমর্থকদের ৫ হাজার টাকা ও টিউবওয়েল প্রতীকের ইউপি সদস্য প্রার্থী মোঃ আজিজুল হক শাহজাহানের সমর্থকদের ২ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT