ঢাকা (সন্ধ্যা ৬:১৮) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


গাইবান্ধায় বিদ্রোহী প্রার্থী হয়ে পদ হারালেন ১৯ আ.লীগ নেতা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০১:৫৮, ২৩ ডিসেম্বর, ২০২১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আওয়ামী লীগের ১৯ নেতাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হচ্ছেন- আওয়ামী লীগের নাকাইহাট ইউনিয়নের সহ-সভাপতি মো. সাজু খন্দকার ও বর্তমান চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, কামদিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান উজ্জ্বল, কাটাবাড়ি ইউনিয়নের সহ-সভাপতি রেজাউল করিম রফিক, শাখাহার ইউনিয়নের সদস্য আবু সাঈদ মো. জাকারিয়া ও মোজাফ্ফর রহমান সরকার বিএসসি, রাজাহার ইউনিয়নের অর্থ বিষয়ক সম্পাদক মো. তারিক রিফাত মো. রেজাউল করিম, সাপমারা ইউনিয়নের সদস্য তোফাজ্জল হোসেন সরকার, দরবস্ত ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক মণ্ডল ও সদস্য মো. আব্দুল হালিম, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান নজমু ও সদস্য কাজী মো. সামিউল ইসলাম, তালুককানুপুর ইউনিয়নে উপজেলা শাখার সহ-সভাপতি মো. আব্দুর রহমান খন্দকার, শিবপুর ইউনিয়নে উপজেলা শাখার সাংগঠনিক মো. তৌহিদুল ইসলাম প্রধান, মহিমাগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রধান, শালমারা ইউনিয়নের সহ-সভাপতি মো. আইয়ুব আলী ও মো. রাসেল মোশারফ এবং কামারদ ইউনিয়নের সদস্য সৈয়দ শরিফুল ইসলাম।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT