ঢাকা (ভোর ৫:১৩) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গনতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে আওয়ামীলীগের বিজয় র‍্যালী

মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার Clock বুধবার বিকেল ০৫:১০, ৩০ ডিসেম্বর, ২০২০

৩০ ডিসেম্বর বুধবার দুপুর ১২ ঘটিকার সময় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা আওয়ামীলীগের উদ্দোগে মৌলভীবাজারে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি শহরের চৌমুহনা চত্বর থেকে শুরু হয়ে  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুসুমভাগ পয়েন্টে এসে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার ও রাজনগর ৩ আসনের সাংসদ নেছার আহমদ,জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আজমল হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মিছবাউর রহমান, পৌর মেয়র,মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. রাধাপদ দেব সজল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন, ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী, সাধারণ সস্পাদক মাহবুব আলমসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচছাসেবক লীগসহ আওয়ামীলীগের সহযোগী অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তারা বলেন,২০১৪ সালের এই দিনে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের আওয়ামী লীগ বিজয়ী হয় এবং তৃতীয়বারের মতো সরকার গঠন করে। ২০১৫ সাল থেকে আওয়ামীলীগ প্রতিবছর এই দিনকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করে আসছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT