ঢাকা (বিকাল ৫:৫৪) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


খাদ্যবান্ধব কর্মসূচির ৩০কেজি ওজনের এক বস্তা চাল উদ্ধার,আওয়ামীলীগের সাবেক সভাপতিকে মারধরের অভিযোগ

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:২৬, ২৫ মার্চ, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর গ্রামের সামনের সড়ক থেকে গতকাল বুধবার (২৪মার্চ) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় মজিবুর রহমান (৪৮)নামের এক ব্যক্তির কাছ থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০কেজি চাল উদ্ধার করেছেন এলাকাবাসী। উদ্ধার করা চাল জমা রাখায় ওই ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি মঞ্জুরুল হক (৫০) মারধরের শিকার হয়েছেন।খাদ্যবান্ধব কর্মসূচির নিয়োজিত ডিলার আরব আলীর ছেলে পিয়াস আহমেদ (২২) ও তার ছোট ভাই দীন ইসলাম (১৫) এই মারধরের ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আরব আলী ও জহির উদ্দিন নামের দুজন ডিলার রয়েছেন। ওই ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ৯৩৫জন কার্ডধারী রয়েছেন।ডিলার আরব আলী গত ১৫ ও ১৬মার্চ দুইদিনে উপজেলার মধ্যনগর খাদ্যগুদাম থেকে ১৪টন ১৬০কেজি চাল উত্তোলন করেন। ১৬মার্চ দুপুর থেকে তিনি ওই ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা মোড়ে থাকা ডিলারের গুদাম থেকে কার্ডধারীদের মধ্যে প্রত্যেক কার্ডধারীদের বিপরীতে প্রতিকেজি চাল ১০টাকা দরে ৩০কেজি করে চাল বিতরণ কার্যক্রম শুরু করেন। ডিলার আরব আলীর গুদাম থেকে গতকাল বুধবার রাত সোয়া ১০টার দিকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০কেজি ওজনের এক বস্তা চাল নিয়ে হামিদপুর গ্রামের নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন মজিবুর রহমান (৪৮)নামের এক ব্যক্তি। ডিলার খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রি করে দিচ্ছেন স্থানীয় এক ব্যবসায়ী মুঠোফোনের মাধ্যমে এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে ঘটনাটি জানান।রাত সাড়ে ১০টার দিকে হামিদপুর গ্রামের সামনের সড়ক থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০কেজি ওজনের এক বস্তা চালসহ মুজিবুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করেন এলাকাবাসী।এ সময় এলাকার অন্যান্য লোকজনদের পাশাপাশি বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মঞ্জুরুল হক, ইউনিয়ন যুবলীগ নেতা মোশারফ হোসেন,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান কাঞ্চন ও সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন খোকা সেখানে এসে উপস্থিত হন। উপস্থিত থাকা লোকজনদের সামনে  মুজিবুর রহমান ডিলার আরব আলীর কাছ থেকে এক বস্তা চাল আনার কথা স্বীকার করেন।পরে উপস্থিত লোকজন উদ্ধার হওয়া খাদ্যবান্ধব কর্মসূচির ওই চাল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মঞ্জুরুল হকের জিম্মায় রাখেন।এ নিয়ে মুজিবুর রহমানের কাছ থেকে একটি মুচলেকা রাখেন এলাকাবাসী।

মুজিবুর রহমান বলেন,আমি ডিলার আরব আলীর গুদামও বস্তা উডানো ও নামাইবার কাম করি। আমার মজুরি বাবদ ডিলার আমারে এই চাল দিছইন। আমি কষ্টেন মজুরি নিছি, আমার কোনো দোষ নেই,কুনু দোষ থাকলে হেইডা ডিলারের।

উদ্ধার হওয়া চাল নিজ জিম্মায় নিয়ে ওইদিন রাত অনুমান ১২টার দিকে নিজ গ্রাম জয়পুরের দিকে রওয়ানা হন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মঞ্জুরুল হক। তিনি ডিলার আরব আলীর বাড়ির সামনে সড়কে পৌছা মাত্রই ডিলারের ছেলে পিয়াস আহমেদ (২২) ও দীন ইসলাম (১৫) মঞ্জুরুল হকের ওপর চড়াও হয়ে কিলঘুষি ও লাথি মারতে থাকে। টেনে হিছড়ে পরিহিত ফতোয়া ও লুঙ্গি ছিড়ে ফেলে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ওই দুজন সেখান থেকে সটকে পড়ে।

হামলায় আহত মঞ্জুরুল হক (৬০) বলেন,খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধারকে কেন্দ্র করে ডিলার আরব আলীর দুই ছেলে এই ঘটনাটি ঘটিয়েছে। তারা আমাকে মারধর করে আমার পকেটে থাকা নয় হাজার টাকা নিয়ে গেছে।আমি ঘটনাটি সঙ্গে ওসি সাহেব ও ইউএনও স্যারকে জানিয়েছি।

ডিলার আরব আলী বলেন, আমার ছেলেদের বিরুদ্ধে আনা অভিযোগটি ভিত্তিহীন । আমার স্ত্রী মোছা.সখিনার নামে খাদ্যবান্ধব কর্মসূচির একটি কার্ড রয়েছে। আমার গুদামে মুজিবুর রহমান শ্রমিক হিসেবে কাজ করে। তাই আমার স্ত্রীর নামের চালগুলো তাকে দিয়েছি। স্থানীয় একটি মহল আমাকে বিপাকে ফেলার জন্য নানা অপবাদ রটাচ্ছে।

মধ্যনগর থানার ওসি নির্মল দেব বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মো.মুনতাসির হাসান বলেন,ঘটনাটি শুনেছি। ডিলারের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT