ক্যান্সার আক্রান্ত জেসমিনের পাশে এম.পি. সেলিনা ইসলাম সি.আই.পি
আরিফুল ইসলাম শুক্রবার রাত ০৩:৪০, ৩১ মে, ২০১৯
গত ২৩ই মে ২০১৯ ইং তারিখে দৈনিক আমার বার্তা পত্রিকায় রায়পুরে ক্যান্সার আক্রান্ত জেসমিনকে নিয়ে সাহায্যের আবেদন করে একটি সংবাদ প্রচার করা হয়।
সংবাদটি আমাদের লক্ষ্মীপুর -২ রায়পুর আসনের মাননীয় সাংসদ মহোদয় কাজী পাপুল এম,পি ও মিসেস সেলিনা এম,পি’র নজরে আসা মাত্রই জেসমিনের বাবার সাথে মুঠোফোনে কথা বলেন, সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সাংসদ মহোদয়, মিসেস সেলিনা ইসলাম সি.আই.পি এবং জেসমিনকে দেখতে যাবেন বলে আশ্বাস দেন কিন্তু তার পরদিনই এই মানবতার সেবক নিজেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং প্রায় ৩/৪ দিন হাসপাতালের বেডে শুয়ে ছিলেন কিন্তু বিবেকের তাড়না এবং সাধারণ মানুষদের কথা ভেবে ডাক্তারের পরামর্শ মতো ১৫ দিনের বেড রেস্ট উপেক্ষা করে (কেনোলা) হাতে নিয়েই চলে আসেন স্বামীর নির্বাচনী এলাকা তথা শ্বশুর বাড়ী এলাকার সাধারণ মানুষদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে সিমাই, চিনি, দুধ চাউল, ডাউল, শাড়ী ও বাচ্চাদের কাপড় বন্টন করতে।
গত দু’দিন যাবৎ লক্ষ্মীপুর সদর উপজেলার ইউনিয়ন গুলোতে বন্টন শেষে গতকাল খুবই ক্লান্ত থাকা শর্তেও জেসমিনের বাবাকে দেওয়া কথা রক্ষা করতে রাত প্রায় ৯:৩০ ঘটিকার সময় ছুটে যান রায়পুর উপজেলার ৯নং ইউনিয়নস্থ গাইয়ার চরে জেসমিনদের বাড়ীতে।
জেসমিনের সাথে বিভিন্ন কথা বলে তার শারীরিক অবস্থা জানতে চান এবং জেসমিনের হাতে তুলে দেন নগদ ২০ হাজার টাকার অর্থ অনুদান।
মিসেস সেলিনা ইসলাম এম.পি তাকে আশ্বাস দিয়ে বলেন যে,
যদি তোমার ডাক্তারী পরীক্ষার উপর ভিত্তি করে চিকিৎসা সেবা করা সম্ভব হয় তাহলে আমি অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে আলাপ করে তোমার চিকিৎসা করাবো এবং ডাক্তারদের সাথে পরামর্শের জন্য জেসমিনের ডাক্তারী পরীক্ষার কাগজগুলি নিয়ে যান।
তিনি আরও বলেন, মানব সেবাই আমাদের মূল লক্ষ্য।
বিনিময়ে আপনারা শুধু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমাদের পরিবারের জন্য মহান আল্লাহ পাকের দরবারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ভালো রাখেন এবং আপনাদের খেদমতে নিয়োজিত থাকার তাওফিক দান করেন।
জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু।
“মানবতার জয় হোক”