ঢাকা (সন্ধ্যা ৬:০৯) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কোরবানির ঈদ উপলক্ষে আসছে নতুন ২৫ হাজার কোটি টাকার নোট

অর্থনীতি ২১৭০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ০১:৫১, ২৯ জুন, ২০২২

আসন্ন ঈদ-উল-আজহায় ২৫ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৯ জুন) থেকে এসব নতুন নোট পাওয়া যাবে। আবার যে কেউ পুরোনো নোট দিয়ে নতুন নোট বিনিময়ও করতে পারবেন। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র ঈদ-উল-আজহা (কোরবানির ঈদ) উপলক্ষে ২৯ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় করা হবে।

এছাড়া ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৪০টি শাখা থেকেও উল্লিখিত সময়ে ১০, ২০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় একটি প্যাকেট করে বিনিময় করা হবে। প্রতিটি শাখার জন্য ১ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT