কুড়িগ্রাম-৩ এমপি’র পরে পরিবারে আরও তিনজন করোনায় আক্রান্ত
সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা শুক্রবার দুপুর ০২:৩২, ৭ আগস্ট, ২০২০
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের এমপি অধ্যাপক এমএ মতিন কোভিড -১৯ এ আক্রান্ত হওয়ার পর এবার তার পরিবারের আরও তিন জন কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত।বুধবার ঢাকার নির্দিষ্ট একটি ল্যাব থেকে করোনা ভাইরাস এর নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফলে এমপি পুত্র সাবেক সহ-সভাপতি ছাত্রলীগ কানাডা শাখার সালমান হাসান ডেভিড মারজান, পুত্রবধূ ও কন্যা মারফী’র শরীরে কোভিড-১৯ এর অস্তিত্ব পাওয়া যায়।
বিষয়টি সালমান হাসান ডেভিড নিজেই নিশ্চিত করেছেন। তারা বর্তমানে ঢাকার এমপি হোস্টেলে আইসোলেশনে রয়েছেন।
জানা গেছে,গত বুধবার(৫ আগস্ট) এমপি পুত্র সালমান হাসান ডেভিড গলায় সামান্য ব্যথা অনুভব করলেও আজকে তারা তিন জনেই অনেকটা সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন।
প্রসঙ্গত,গত ৩১ জুলাই এমপি’র করোনা পজিটিভ ধরা পড়লে ১আগস্ট তাকে পুত্র সালমান হাসান ডেভিড, পুত্রবধূ ও কন্যা মারফী একই গাড়িতে করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে অাসেন,ওই সময় তারা সংক্রমিত হয়েছেন বলে একাধিক চিকিৎসক মন্তব্য করেন।এদিকে এমপি অধ্যাপক এমএ মতিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এখনো চিকিৎসাধীন রয়েছেন । তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।
উল্লেখ্য,এমপি পুত্র সালমান হাসান ডেভিড তাদের গোটা পরিবারের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।