ঢাকা (রাত ১১:৩৯) বুধবার, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুড়িগ্রাম পুলিশের মনিটরিং সেলের সফলতা : জোড়া খুনের আসামী ঢাকায় গ্রেফতার

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা Clock রবিবার রাত ০১:৩২, ৯ আগস্ট, ২০২০

কুড়িগ্রাম বেলগাছায় দুই বছর পূর্বে সংঘটিত জোড়া খুনের পলাতক আসামী আলমগীর ওরফে আলমকে গ্রেফতার ও তদন্তে মামলার রহস্যজট উন্মোচিত হয়েছে।  কুড়িগ্রামের মানবিক পুলিশ সুপার মহিবুল ইসলামের গঠিত জেলা পুলিশ মনিটরিং সেল এর সুফল পেতে শুরু করেছে পুলিশ। একের পর এক গুরুত্বপূর্ণ  সকল মামলার তদন্ত ও আসামী সনাক্ত সহ গ্রেফতারে এর সুফল পাচ্ছে জেলা পুলিশ কুড়িগ্রাম।
পুলিশ সূত্রে জানা যায়, দুই বছর পুর্বে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পূর্ব কল্যাণ ভোগরাম এলাকার ক্ষেতের ডিপ মেশিন ঘরে জাহাঙ্গীর ও সেলিনাকে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা ও  হত্যার পূর্বে সেলিনাকে ধর্ষণ করার অভিযোগ উঠে এবং ময়না তদন্তের পর তা নিশ্চিত হয় পুলিশ। গত এক বছরে মামলার তদন্তে তেমন অগ্রগতি না আসলেও কুড়িগ্রামে মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম পুলিশ সুপার হিসেবে যোগদানের পর এরকম গুরুত্বপূর্ণ মামলার তদন্ত কার্যক্রম তদারকিতে তিনি পুলিশ মনিটরিং সেল গঠন করেন।
পুলিশ সূত্রে আরো জানা যায়, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক কুড়িগ্রাম সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার উৎপল রায় ও তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুন্নবী ব্যাপক তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আসামীদের দুইজন গ্রেফতার হয় ও  মুল আসামী আলমগীর ওরফে আলম দাড়ি রেখে নিজের চেহারা পরিবর্তন করে ভিন্ন নাম ব্যবহার করে ঢাকা ও সাভারের বিভিন্ন জায়গায় অবস্থান করার বিষয়টি নিশ্চিত হন। তদন্তের এক পর্যায়ে আসামী আলমগীরকে গত ২৮ জুলাই ঢাকা আশুলিয়া থানার বাইপাইল এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হন।  পরবর্তীতে বিজ্ঞ আদালত এর আদেশে প্রথমে তিন দিন পরে আবারো তিন দিন পুলিশ রিমান্ডে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্মীকার করে।  ঘটনায় জড়িত অপরাপর আসামি  মফিজুল ইসলাম,  জাহিদুল ইসলাম,সাজু মিয়া ও আশরাফুলের  নাম প্রকাশ করে বিজ্ঞ আদালতে ০৫ আগস্ট  ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে বলে জানা গেছে।
এব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম বলেন, জেলা পুলিশ কুড়িগ্রাম এমন অনেক বিষয়ে অভ্যন্তরিন সক্ষমতা বাড়িয়েছে। কোন অপরাধী অপরাধ করে পার পাবে না, পুলিশের হাতে আটক হয়ে আইনের আওতায় আসতেই হবে। যে সকল মামলার আসামী পলাতক রয়েছে তাদের গ্রেফতারে পুলিশ মনিটরিং সেল জোড় তৎপরতা চালাচ্ছে বলে জানান।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT