ঢাকা (রাত ১০:৫২) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ৫ শতাধিক কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ০৯:৪৪, ২৮ এপ্রিল, ২০২০

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:   প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে কর্মহীন ৫ শতাধিক ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(২৮ এপ্রিল) সকাল ১১টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় মাঠে কর্মহীন মুক্তিযোদ্ধা, রিক্সা-ভ্যানচালক ও দুস্থদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী হিসেবে সাড়ে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, তেল, লবন, চিনি ও ৫শ’ গ্রাম করে সুজি বিতরণ করা হয়। বিতরণকৃত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারপারসন মো: জাফর আলী, সেক্রেটারী আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান   আমান উদ্দিন আহমেদ মঞ্জু, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, আখতার হোসেন চিনু, শেখ বাবুল, সাঈদ হাসান লোবান প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT