ঢাকা (দুপুর ১:২৮) বুধবার, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে অগ্রণী ও ইসলামী ব্যাংক লকডাউন

লকডাউন

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম Clock রবিবার রাত ০৮:১৮, ১২ জুলাই, ২০২০

কুড়িগ্রাম সদরে কয়েকজন ব্যাংক কর্মকর্তা-কর্মচারীর করোনা শনাক্ত হওয়ায় কুড়িগ্রাম অগ্রণী ব্যাংক এবং ইসলামী ব্যাংক লকডাউন ঘোষণা করা হয়েছে। রবিবার (১২ জুলাই) সকাল থেকে ব্যাংক দুটি লকডাউন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা কোভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি মো. ময়নুল ইসলাম।
ময়নুল ইসলাম জানান,অগ্রণী ব্যাংক, কুড়িগ্রাম শাখার পাঁচ জন কর্মকর্তা-কর্মচারীর করোনা শনাক্ত হওয়ায় ব্যাংকটি লকডাউন করা হয়েছে। এই ব্যাংকের আরও কয়েকজন কর্মকর্তার উপসর্গ দেখা দিয়েছে। তবে তাদের নমুনা পরীক্ষার ফল এখনও পাওয়া যায়নি।
এছাড়াও  ইসলামী ব্যাংকের কুড়িগ্রাম শাখার সাত কর্মকর্তা-কর্মচারীর করোনা শনাক্ত হয়েছে। আরও পাঁচ জনের নমুনা পরীক্ষার ফল পাওয়ার অপেক্ষায় রয়েছে। ফলে ব্যাংকের গ্রাহকদের ঝুঁকি এড়াতে ব্যাংকটি লকডাউন ঘোষণা করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যাংক দুটির ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিকবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, ব্যাংক দুটির একাধিক কর্মকর্তা করোনায় আক্রান্ত হলেও সেখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না। স্বাস্থ্যবিধির নির্দেশিকা অনুযায়ী শাখা পরিচালনা নিশ্চিত করলে এবং তাদের বাকি সদস্যদের নমুনা পরীক্ষার ফল পর্যালোচনা করে পরবর্তীতে ব্যাংকের কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হবে।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT