কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২৪ বোতল ফেন্সিডিলসহ আটক ১
সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম
রবিবার রাত ০৯:১৫, ১৬ আগস্ট, ২০২০
কুড়িগ্রাম জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান চলছে। পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এর নির্দেশনা মোতাবেক শনিবার ( ১৫ই আগষ্ট) নাগেশ্বরী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৪ বোতল ফেন্সিডিলসহ আব্দুল মুমিন (৫৫) কে আটক করা হয়েছে। আটককৃত আসামী উপজেলার পশ্চিম রামখানা গ্রামের মৃত লাল মামুনের পুত্র।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রওশন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশনা মোতাবেক মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। রবিবার (১৬ আগস্ট) আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল-হাজতে পাঠানো হয়েছে।


