ঢাকা (রাত ১:২৭) শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

কুড়িগ্রামের চিলমারীতে ১যুবকের করোনা পজেটিভ, জেলায় মোট আক্রান্ত ৬



সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ     কুড়িগ্রামে শুক্রবার কোভিড-১৯ এর ৩১টি নমুনার ফলাফল এসেছে কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে। এরমধ্যে নতুন চিলমারী উপজেলায় এক যুবক আক্রান্ত হয়েছে এবং বাকি ৩০টি নমুনা নেগেটিভ। আক্রান্ত যুবকের বাড়ি উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্ধা নামাচর গ্রামে।

কুড়িগ্রাম সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, নারায়ণগঞ্জ ফেরত ৩০ বছরের এক যুবকের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। গত ১৯ এপ্রিল আক্রান্ত যুবকের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। আজ ২৪ এপ্রিল ওই যুবকের নমুনার পজেটিভ ফলাফল আসে।

উল্লেখ্য, জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ জনে। এরমধ্যে রৌমারী উপজেলায় ৩ জন, ফুলবাড়ি, কুড়িগ্রাম সদর এবং চিলমারী উপজেলায় ১ জন করে কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT