কুড়িগ্রামের উলিপুরে ৫’শ বন্যাদুর্গত পরিবারের পাশে সৈয়দপুর রেলওয়ে কারখানা
সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম
শুক্রবার রাত ০৯:৫৯, ২১ আগস্ট, ২০২০
কুড়িগ্রামের উলিপুরে অসহায় ৫’শ বন্যাদুর্গত পরিবারের মাঝে বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর কারখানার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার(২১ আগস্ট) বিকেলে উপজেলার বজরা ইউনিয়নের মধ্যবজরা গ্রামের হাঁস খাওয়া ব্রিজ সংলগ্ন এলাকায়, রেলওয়ে সৈয়দপুর কারখানার কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব অর্থায়নে চাল, ডাল, আলু, চিড়া, তেল, খাবার স্যালাইন, মাস্কসহ প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর বিভাগীয় তত্বাবধায়ক (কারখানা) মো. জয়দুল ইসলাম, ওয়ার্কস ম্যানেজার শেখ হাসানুজ্জামান ও উৎপাদন প্রকৌশলী শাহিনুল হক অপু। এছাড়াও বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর কারখানার উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী মো. রুহুল আমীন রুবেল, দেলোয়ার হোসেন মন্ডল, জাহাঙ্গীর আলম, উচ্চমান সহকারী সাইফুল ইসলাম প্রমূখ।


