ঢাকা (বিকাল ৩:১৮) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কুষ্টিয়া পৌর নির্বাচন উপলক্ষে নৌকার প্রতীকের সমর্থনে ১০ নং ওয়ার্ডে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম,কুষ্টিয়া রফিকুল ইসলাম,কুষ্টিয়া Clock বৃহস্পতিবার রাত ০২:২১, ২৪ ডিসেম্বর, ২০২০

আসন্ন কুষ্টিয়া পৌরসভা নির্বাচন  উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মেয়র আনোয়ার আলীর সমর্থনে ১০নং ওয়ার্ডের চরমিল পাড়ার বালুঘাট সংলগ্ন আনোয়ারের দোকানের সামনে এক উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যা ৭ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত অনুষ্ঠিতব্য উক্ত অনুষ্ঠানে মেয়র পদে নৌকার প্রার্থীর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক ও নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কুষ্টিয়ার সুযোগ্য মেয়র আনোয়ার আলীর ছেলে মোঃপারভেজ আনোয়ার (তনু), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন ও সাবেক কাউন্সিলর জিয়াউল হক জিয়া এবং জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রবিউল হক খান।

আরও উপস্থিত ছিলেন মোঃ খোরশেদ আলম ও শহর শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি খন্দকার আনোয়ার হোসেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানের সুযোগ্য সন্তান ও ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদ রনি। উক্ত অনুষ্ঠানের আয়োজক মোঃ আতিয়ার রহমান ও খন্দকার আনোয়ার হোসেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি পারভেজ আনোয়ার তনু বলেন, অতীতে আমার পিতা পৌর এলাকার যে উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT