কাজি শহিদ ইসলাম (এমপি’র) উদ্যোগে রায়পুরে করোনা ভাইরাস প্রতিরোধী সামগ্রী
আরিফুল ইসলাম শুক্রবার দুপুর ০২:১৯, ২৭ মার্চ, ২০২০
আরিফুল ইসলামঃ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাস মোকাবেলায় লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য কাজি মোহাম্মদ শহিদ ইসলাম পাপুল সাহেবের নিজ উদ্যোগে তার নির্বাচনী এলাকার জনগণের জন্য করোনাভাইরাস রোধে মাস্ক, হেন্ডওয়াসসহ প্রয়োজনীয় অনন্য উপকরণ সামগ্রী পাঠিয়েছেন।
পাঠানো উপকরণগুলোর মধ্যে রয়েছে ২৭ হাজার পিছ মাস্ক, হ্যান্ড ওয়াস ২৫ হাজার পিছ, হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড গ্লোবস, হ্যাক্সিসল ১ হাজার পিছ।
এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেটও বিতরণ হবে বলে জানা যায়।
বিতরনের সময় যেন অতিরিক্ত জনসমাগম না ঘটে সেদিকে খেয়াল রেখে এসব সামগ্রী বিতরণ করতে জন্য বলা হয়েছে। এ বিষয়ে সংসদ সদস্য কাজি মোহাম্মদ শহিদ ইসলাম পাপুল বলেন, আমি আমার এলাকার জনগনের পাশে অতীতে যেমন ছিলাম ভবিষ্যতেও থাকব।
তিনি সকলের সুস্থতা কামনা করেন।
এবিষয়ে স্থানীয় সেচ্ছাসেবী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার এসব সামগ্রী রায়পুর পৌঁছেছে এবং আজ থেকে পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিতরণ কর্মসূচি চলবে।