কমলো স্বর্ণের দাম
নিজস্ব প্রতিনিধি
সোমবার রাত ০২:২০, ১৯ সেপ্টেম্বর, ২০২২
চার দিনের ব্যবধানে আবার সোনার দর কিছুটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার কমছে ভরিতে ৯৩৩ টাকা। এতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে ৮২ হাজার ৩৪৮ টাকা।
জুয়েলার্স সমিতি সোনার দাম কমানোর এ সিদ্ধান্ত রোববার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে পাকা সোনার দাম কমেছে। তাই সমিতির স্ট্যান্ডিং অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সোনার দাম কমানোর সিদ্ধান্ত হয়। নতুন দর সোমবার থেকে সারা দেশে কার্যকর হবে।
সর্বশেষ ১৫ সেপ্টেম্বর সোনার দাম ভরিতে ১ হাজার ২৮৩ টাকা কমানো হয়। এতে ২২ ক্যারেট সোনার সোনার দাম দাঁড়ায় ৮৩ হাজার ২৮১ টাকায়।


