ঢাকা (সকাল ১০:২৬) শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

ঐতিহাসিক ওয়াজ মাহফিল অনুষ্টিত হচ্ছে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দৌলতপুর মাদ্রাসায়

<script>” title=”<script>


<script>

 মোঃইবাদুর রহমান জাকির সিলেট প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্টান পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের ১৪ জানুয়ারী সমাপনি দিনে বড়লেখায় যাচ্ছেন বর্তমান সময়ের আলোচিত তরুন বক্তা আল্লামা ড. মিজানুর রহমান আজহারী। আলোচিত ওই মাহফিলে ৫০০ শতাধিক সেচ্ছাসেবক মাহফিল কমিটি নিয়োজিত করে রেখেছে পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে পুলিশের পাশাপাশি গ্রামপুলিশ। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত এ বক্তার ওয়াজ মাহফিল সফল করতে আয়োজকসহ স্থানীয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। আয়োজক ও আইন শৃঙ্খলা বাহিনী সুত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার দৌলতপুর জামে মসজিদ সংলগ্ন মাঠে বিগত দিনে আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী আসছিলেন এই মাঠে, আগামী ১৩ ও ১৪ জানুয়ারী দুইদিন ব্যাপী ওয়াজ মাহফিলের সমাপনি দিবসে মঙ্গলবার রাত ১০ টায় ড. মিজানুর রহমান আজহারী প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন। মাদ্রসা গভর্নিং বডির সভাপতি মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন জানান, এ দিন দেড় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লিয়ানের আগমনের লক্ষ নিয়ে আমার প্রস্তুতি নিচ্ছি। প্রথমদিন ১৩ জানুয়ারী বয়ান পেশ করবেন রাত ১০টায় মাওলানা মুফতি আমির হামজা (কুষ্টিয়া), মাওলানা ড. শহিদুল ইসলাম বারাকাতী (ঢাকা), মাওলানা হোসাইন মাহফুজ (চুয়াডাঙ্গা), মাওলানা কাজী আব্দুর রহমান (চান্দগ্রামী), মাওলানা কমর উদ্দীন (দৌলতপুরী) ও হাফিজ সফর উদ্দীন (শাহবাজপুরী)।
 ১৪ জানুয়ারী সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাদ্রাসা মাঠে মহিলা সমাবেশে বয়ান পেশ করবেন মাওলানা মুফতি আমির হামজা, মাওলানা আব্দুল মতিন শাহবাগী, মাওলানা মাহবুবুর রহমান (কাঠালতলী)। বেলা ২ টা থেকে শুরু হওয়া মাহফিলে বয়ান পেশ করবেন ক্বারী মাওলানা আব্দুল্লাহ আল আমিন (ঢাকা), বাদ এশা বয়ান করবেন ড. আবুল কালাম আজাদ বাশার (ঢাকা), মাওলানা শেখ জামাল উদ্দীন (ঢাকা), মাওলানা হাফেজ মাহবুবুর রহমান (জালালাবাদী), মাওলানা সাদিক সিকান্দার (সিলেট), মাওলানা খালেদ আহমদ (ভানুগাছী)। আখেরী মোনাজাত পরিচালনা করবেন পীরে কামিল ওলী কুলের শিরমনি হাফেজ আব্দুল গফফার রায়পুরী। দুদিনই ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন, শিল্পী মশিউর রহমান (ঢাকা), শিল্পী নেয়ামত উল্লাহ নিজামী, আনোয়ার হোসাইন আল আজাদ। মাদ্রাসা গভর্নিং বডির সদস্য ও আয়োজক কমিটির সদস্য সচিব কাজী রমিজ উদ্দিন জানান, মাওলানা আজহারীর আগমন উপলক্ষে বড়লেখা ও পার্শবর্তী বিয়ানীবাজার উপজেলায়ও চলছে ব্যাপক প্রস্তুতি। শুধু বড়লেখা ও পার্শবর্তী উপজেলা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও মুসলি­রা আসার জন্য যোগাযোগ করছেন।এছাড়া ড. মিজানুর রহমান আজহারীর আগমনকে ঘিরে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। এ ওয়াজ-মাহফিলকে ঘিরে ধর্মপ্রাণ মুসলি­দের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বড়লেখা থানার ওসি (তদন্ত) মো. জসীম জানান, দৌলতপুরের ওয়াজ মাহফিলে মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর আগমনের বিষয়টি আয়োজকরা পুলিশকে অবহিত করেছেন। তার আগমন উপলক্ষে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী পুলিশ সবধরণের আইনগত নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে।
শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT