এবার রাজধানীতে কোরবানির পশুর হাট বসবে ১৮টি স্থানে

নিজস্ব প্রতিনিধি
বুধবার রাত ০২:৫৯, ১৫ জুন, ২০২২
রাজধানীতে ৬ জুলাই থেকে বসবে অস্থায়ী কোরবানির পশুর হাট। হাটে ঈদের দিনসহ মোট পাঁচদিন চলবে পশু বেচাকেনা । ঢাকার দুই সিটি কর্পোরেশনের অধীনে এবার মোট ১৮টি অস্থায়ী পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীনে ৮টি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতায় বসবে ১০টি হাট। দুই সিটির কর্মকর্তারা বলছেন, ঈদের আগে চারদিন ও ঈদের দিনসহ মোট পাঁচদিন অস্থায়ী পশুর হাট বসবে।
এছাড়াও ক্রেতারা গাবতলিতে ডিএনসিসির পশুর হাট এবং সারুলিয়ায় দক্ষিণ সিটির স্থায়ী হাট থেকে কোরবানির পশু কিনতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ই জুলাই পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ।
ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, বরাবরের মতো এবারও ঈদুল আযহার চারদিন আগ থেকে ঈদের দিন পর্যন্ত হাট বসোনোর অনুমতি দেওয়া হবে।
তিনি বলেন, এবার আমাদের অধীনে ১০টি অস্থায়ী হাট বসবে। দুটি বাদে সবগুলো হাটের কার্যাদেশ হয়ে গেছে, শুধু আমুলিয়া ও রহমতগঞ্জ দুটি হাটের কার্যাদেশ হয়নি।
অপরদিকে, ডিএসসিসির প্রধান সম্পত্তি বিভাগ জানিয়েছে তাদের ৮টি হাটের মধ্যে পাঁচটি হাটের ইজারা হয়ে গেছে, আর বাকি তিনটিও হওয়ার অপেক্ষায় আছে।