ঢাকা (রাত ১:০৯) সোমবার, ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

একে একে নদীতে চলে গেল বিদ্যালয়ের দুটি ভবন

বাংলাদেশ সংবাদ Source তথ্যসূত্রঃ https://www.prothomalo.com/bangladesh/district/q8dc5jp5mf ২১৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ০৮:২৮, ১৯ অক্টোবর, ২০২২

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর পশ্চিম অংশে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে ভাঙনের মুখে নদীগর্ভে বিলীন হয়ে গেছে উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ভবন।

গতকাল মঙ্গলবার সকালে ও দিবাগত রাতে একে একে ভবন দুটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থীর পড়ালেখা অনিশ্চিত হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন ধরে উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের পূর্ব ও পশ্চিম পাড়ে যমুনা নদীতে ভাঙন চলছে। ভাঙনের কারণে ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন গতকাল সকালে নদীগর্ভে বিলীন হয়ে যায়। তখন বিদ্যালয়টির অবশিষ্ট ভবনটি নদীতে ঝুলছিল। গতকাল রাতে সেই ভবনও নদীগর্ভে চলে যায়। যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গত এক সপ্তাহে ওই ইউনিয়নের সদিয়া, চাঁদপুর, শঙ্কর হাটি, মাইজ গ্রামের অনেক জমি নদীতে বিলীন হচ্ছে। ইতিমধ্যে নদীভাঙনে গৃহহীন হয়েছে অন্তত ৫০টি পরিবার।

সরেজমিনে ভাঙনকবলিত এলাকায় দেখা গেছে, নদীতীরের বাসিন্দারা তাঁদের বসতবাড়ির আসবাব নিরাপদ স্থানে সরিয়ে নিতে ব্যস্ত। চাঁদপুর গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের হুমকিতে আছে সদিয়া দেওয়ান শঙ্কর হাটি উচ্চবিদ্যালয়, সদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT