একজন হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী লোকমান হোসেন
এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা মঙ্গলবার রাত ০১:৫২, ২ নভেম্বর, ২০২১
ইতিহাস ঐতিহ্যকে সাথে নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে দাউদকান্দি উপজেলার কালোত্তীর্ণ। এ উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঁকড়ে ধরে আছে সারাদেশে একটি সুপরিচিত উপজেলা হিসেবে।
উপজেলার সর্বত্রে এখন চেয়ারম্যান প্রার্থী নিয়ে গুঞ্জন চলছে। জনতার বিবেকের ঘরে এখন চূড়ান্ত হিসেব চলছে কাকে ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করা যায়।
এমন হিসেবে পাড়া-মহল্লায় প্রার্থীদের সমীকরণ হচ্ছে। উপজেলার ১২ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে এই মাসের ২৮ নভেম্বর।
উন্নয়নমূলক নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ে প্রার্থীদের পা পড়ছে ভোটারদের দুয়ারে।
উপজেলার ইলিয়টগঞ্জ উত্তরে এবার ভোট যুদ্ধে মাঠে আছেন দুই হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী।
সাবেক চেয়ারম্যান লোকমান হোসেন ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী বর্তমান মো.জসিম উদ্দিন প্রধান।
তবে ভোটের হিসেবে এলাকারবাসির মতে এবার লোকমান হোসেন ফেভারিট ব্যক্তি বলে বিবেচিত।
তিনি বিগত দিনে করোনাকালীন সময়ে ও যেকোনো প্রাকৃতিক দুর্যোগে দুঃখী মানুষের পাশে ছিলেন।
লোকমান হোসেন নামটি যেনো আমজনতার হৃদয়ে জড়িয়ে আছে বহুকাল ধরে। তার সাথে জনতার যোগাযোগ আত্মীক। তিনি মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েন, মানুষকে বুকে টানেন স্নেহ,ভালোবাসা আর শ্রদ্ধায়।
এবার চেয়ারম্যান নির্বাচিত হলে এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে বাস্তবায়ন করার কথা জানান এই চেয়ারম্যান পদপ্রার্থী।