ঢাকা (সন্ধ্যা ৬:৪৯) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

একক কাউন্সিলর প্রার্থী চায় ৮ নম্বর ওয়ার্ডের জনগণ

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock বুধবার সন্ধ্যা ০৬:৪৩, ২০ জানুয়ারী, ২০২১

দাউদকান্দি পৌরসভা নির্বাচনে একক কাউন্সিলর প্রার্থী চায় ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।

জানা যায়,একাধিক প্রার্থী হলে এলাকার পরিবেশ পরিস্থিতি নষ্ট হতে পারে সৃষ্টি হতে পারে বিশৃঙ্খলা। তাই শান্তির লক্ষ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে তরুণ-যুবারাও কাউন্সিলর নির্বাচিত করার লক্ষ্যে প্রায় প্রতিদিন উঠান বৈঠক করছেন। এতে বিভিন্ন পাড়া-মহল্লার সাধারণ ভোটারদের মতামত নেয়া হয় সকলের ঐক্য মতের ভিত্তিতে একক প্রার্থী নির্ধারণ কিংবা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচনের বিষয়টি পক্ষের মতামত দিয়েছেন।

আজ বুধবার পৌরসভার দক্ষিণ সতানন্দী সাবেক কাউন্সিলর ও বীর মুক্তিযোদ্ধা মরহুম বজলুর রহমানের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মোহাম্মদ জালাল মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাজী মো. মালেক, নুরুল ইসলাম, হাজী মোহাম্মদ তারা মিয়া, কাউন্সিলর প্রার্থী মো.দেলোয়ার প্রধান, মোহাম্মদ রফিক, মোহাম্মদ মিঠু প্রধান,আব্দুল ওয়াদুদ, সাদেক বেপারী ও মোহাম্মদ জাহাঙ্গীর প্রধান প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT