ঢাকা (ভোর ৫:১৯) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উলিপুর পৌর নির্বাচনে আ.লীগের আগ্রহী ১২ জনের মনোনয়ন জমা

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock শুক্রবার রাত ০১:২৭, ২৫ ডিসেম্বর, ২০২০

তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভা গত ১৪ ডিসেম্বর নির্বাচন কমিশন ঘোষিত তফসিল নির্বাচনে আওয়ামী লীগের আগ্রহী প্রার্থীদের মধ্যে রোববার (২০ ডিসেম্বর) থেকে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুড়িগ্রামের উলিপুর পৌরসভা নির্বাচনে ১২ জন প্রার্থী মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।

জানা গেছে,পৌর ও জেলা আওয়ামী লীগের স্বাক্ষরিত সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী  রেজুলেশনে প্রস্তাবিত প্রার্থীরা মনোনয়ন ফরম ক্রয় করেন পৌর আওয়ামী লীগের সদস্য  মামুন সরকার,পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নিমাই সিংহ।

এছাড়াও বিশেষ সুপারিশে ৮ জন মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দেন। তারা হচ্ছেন-উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধাারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য  আমজাদ হোসেন তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতি শিউলী,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস,উপজেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি সোলায়মান সরদার বাদশা,উপজেলা কৃষক লীগের যুগ্ন-আহ্বায়ক আসাদুল হক,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ-স্কুল বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান রোকন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সোহরাব আলী মোল্লা ও পৌর ৭ নং ওয়ার্ডের সভাপতি ও বর্তমান প্যানেল মেয়র আনিছুর রহমান।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু এই তথ্যটি নিশ্চিত করেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT