ঢাকা (রাত ২:৩৩) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উলিপুর আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বাচ্চা মিয়ার ২৬ তম মৃত্যুবার্ষিকী পালিত

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock রবিবার রাত ১১:৩৯, ২৭ জুন, ২০২১

কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল হাফিজ বাচ্চা মিয়ার ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২৭ জুন) বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের আয়োজনে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য  সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, জেলা আওয়ামী  লীগের সদস্য অধ্যক্ষ আহসান হাবিব রানা, সাজেদুর রহমান তালুকদার সাজু, কৃষক প্রতিনিধি পার্থ সারথি সরকার প্রমূখ।

উল্লেখ্য, মরহুম আব্দুল হাফিজ বাচ্চা মিয়া ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান ও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তার নেতৃত্বে রৌমারীর দই খাওয়া মুক্তিযোদ্ধা ক্যাম্প স্থাপিত হয়। তিনি ১৯৭৪ সালে আওয়ামী লীগের উলিপুর থানা শাখার সভাপতি ও ১৯৭৬ সালে কুড়িগ্রাম মহকুমা শাখার সভাপতি ও রংপুর জেলা শাখার সহ-সভাপতি নির্বাচিত হন।তিনি মুজিবনগর সরকারের কাস্টমস কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৯৫ সালের ২৭ জুন তিনি উলিপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT