উলিপুরে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১
সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম
সোমবার রাত ০৯:২৩, ১৩ জুলাই, ২০২০
কুড়িগ্রামের উলিপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মমিন হোসেন (৫২) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, উপজেলার উত্তর দলদলিয়া করতোয়ার পাড়া গ্রামে। আটক মমিন হোসেন ওই গ্রামের জমির উদ্দিনের পুত্র।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের উত্তর দলদলিয়া করতোয়ার পাড় গ্রামের প্রথম শ্রেণিতে পড়ুয়া শিশু শিক্ষার্থীর (৬) পিতা কাজের প্রয়োজনে ঢাকায় অবস্থান করেন। ওই শিক্ষার্থীর মানসিক প্রতিবন্ধী মা ও ছোট বোনের সাথে বাড়িতে থাকেন সে। ঘটনার দিন গত শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যার দিকে পালিত কবুতর বাড়িতে দেখতে না পেয়ে প্রতিবেশী সম্পর্কে দাদা মমিন হোসেনের বাড়িতে কবুতর খুঁজতে যায়। এ সময় বাড়িতে পরিবারের অন্যান্য সদস্যদের কেউ না থাকার সুযোগে মমিন ওই শিশুকে ঘরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই শিশুর আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে উদ্ধারকারীদের কাঁদতে কাঁদতে সে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর দাদা বাদী হয়ে সোমবার (১৩ জুলাই) উলিপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ মমিন হোসেন কে আটক করেন।
উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণ চেষ্টায় আটক মমিনকে সোমবার (১৩ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।


