ঢাকা (বিকাল ৩:১০) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উলিপুরে ভোট গ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার বিকেল ০৪:২৮, ২০ ডিসেম্বর, ২০২১

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১৩৭টি কেন্দ্রে ৮২৪টি কক্ষে আগামী ২৬ ডিসেস্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ফলে ১৩৭জন প্রিজাইডিং, ৮২৪জন সহকারি প্রিজাইডিং ও ১ হাজার ৬শ ৪৮জন পোলিং অফিসারগণকে গত ১৭ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ দেয়া হয়।

এসময় স্পেশালাইজড প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, রংপুর অঞ্চলের নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, কোর্স পরিচালক জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব, কোর্স সমন্বয়ক উপজেলা নির্বাচন অফিসার আহসান হাবিব।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়, উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির প্রমুখ।

উল্লেখ্য, উপজেলায় ১৩টি ইউনিয়নে ১৩৭টি কেন্দ্রের মাধ্যমে ২ লাখ ৮৭ হাজার ৯৮৩জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ১ লাখ ৪২ হাজার ৪জন পুরুষ এবং ১ লাখ ৪৫ হাজার ৯৭৯ জন নারী ভোটার রয়েছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT