ঢাকা (দুপুর ২:৫৩) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উলিপুরে ভোট কেন্দ্রসহ নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বদ্ধপরিকর-পুলিশ সুপার

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ০৮:০৭, ২১ ডিসেম্বর, ২০২১

কুড়িগ্রামের উলিপুরে চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে ভোট কেন্দ্রসহ নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার হাতিয়া ইউনিয়নের বাগুয়া অনন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রার্থী ও গণ্যমান্য ব্যক্তিদ্বয়ের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।

তিনি আরও বলেন, আপনাদের জিততে হলে ভোটারদের মন জয় করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে। কেউ সহিংসতা ও ব্যালট বাক্স ছিনতাই করার চেষ্টা করবেন না। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি অভয় দিয়ে নারী-পুরুষ সকলে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহবান জানান।

থানা বিট পুলিশিং এর আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আল-মাহমুদ হাসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওসি তদন্ত রুহুল আমিন, এস আই আনিছুর রহমান, এএসআই হুমায়ুন কবিরসহ সঙ্গীয় ফোর্স।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT