ঢাকা (দুপুর ১২:১৫) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উলিপুরে নানা নাটকীয়তারর পর ৯টি ইউনিয়নের ফলাফল ঘোষণা

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock মঙ্গলবার ১২:০৮, ২৮ ডিসেম্বর, ২০২১

কুড়িগ্রামে উলিপুরে চতুর্থ ধাপে গত ২৬ ডিসেম্বর বেশ কয়েকটি কেন্দ্রে সংঘর্ষের ঘটনার মাধ্যমে ১৩টি ইউনিয়নে ভোটগ্রহণ শেষ হলেও ফলাফল প্রকাশ নিয়ে চলেছে নানা নাটকীয়তা। রাতভর নানা নাটকীয়তার পর সোমবার (২৭ ডিসেম্বর) রাত ৪টায় উপজেলা নির্বাচন অফিস ৯টি ইউনিয়নের ফলাফল ঘোষণা করেছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৩টি ইউনিয়নের ১৩৭টি কেন্দ্রে ৮২৪ টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে তবকপুর ইউনিয়নের তবকপুর সরদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১টি, দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের পশ্চিম ও উত্তর ভবনের দুুটি কেন্দ্র, গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামাল খামার সিনিয়র মাদরাসাসহ ৪টি, বুড়াবুড়ি ইউনিয়নের দারুল আরকান মাদরাসা ১টি ও সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৭টি কেন্দ্রে ফলাফল না পাওয়ায় ৪টি ইউনিয়নে ফলাফল স্থগিত রয়েছে।

এছাড়া বাকী ০৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন যারা- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে দলদলিয়া ইউনিয়নে লিয়াকত আলী সরকার, হাতিয়া ইউনিয়নে শায়খুল ইসলাম নয়া, বজরা ইউনিয়নে (আওয়ামী লীগ বিদ্রোহী) ঘোড়া প্রতীকে আব্দুল কাইয়ুম সরদার, গুনাইগাছ ইউনিয়নে (আওয়ামী লীগ বিদ্রোহী) ঘোড়া প্রতীকে মোখলেছুর রহমান, ধরণীবাড়ী ইউনিয়নে (আওয়ামী লীগ বিদ্রোহী) ঘোড়া প্রতীকে এরশাদুল হক, ধামশ্রেনী ইউনিয়নে (আওয়ামী লীগ বিদ্রোহী) মোটর সাইকেল প্রতীকে রফিকুল ইসলাম, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পান্ডুল ইউনিয়নে আমিনুল ইসলাম, বেগমগঞ্জ ইউনিয়নে বাবলু মিয়া, থেতরাই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে আতাউর রহমান নির্বাচিত হয়েছেন।

জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব বলেন, স্থগিত ভোট কেন্দ্রের বিষয়গুলো নির্বাচন কমিশনকে লিখেছি।নির্বাচন কমিশন থেকে সোমবার (২৭ ডিসেম্বর) রাত ৯ টায় সাহেবের আলগা ইউনিয়নের কেন্দ্র ব্যাতিত ওই ৩টি ইউনিয়নের ৬টি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ অনু‌ষ্ঠিত হ‌বে এবং সাহেবের আলগা ইউনিয়নের কেন্দ্রের ব্যাপারে পরে সিদ্ধান্ত নিবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT