ঢাকা (দুপুর ১২:৩২) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উলিপুরে কে‌ন্দ্রের টয়লেট থে‌কে ব‌্যালট উদ্ধার,পুনরায় ভোট গ্রহণের দাবীতে স্মারকলিপি প্রদান

সাজাদুল ইসলাম,কু‌ড়িগ্রাম সাজাদুল ইসলাম,কু‌ড়িগ্রাম Clock বুধবার রাত ১১:৫৭, ২৯ ডিসেম্বর, ২০২১

কুড়িগ্রামের উলিপুরে চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে ধামশ্রেণী ইউনিয়নে পুনরায় ভোট গ্রহণের দাবীতে স্মারকলিপি প্রদান করেছে ওই ইউনিয়নের পরাজিত প্রার্থীরা।

বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসার বরাবর স্মারকলিপি পেশ করে পুনরায় ভোট গ্রহণের দাবী জানান তারা।এছাড়াও বিকেলে একই দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী, নির্বাচনে পরাজিত চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরা।

জানা গেছে, গত ২৬ ডিসেম্বর ভোট গ্রহণের ২দিন পর বুধবার (২৯ ডিসেম্বর) সকা‌ল ৮টায় উপজেলার ধাম‌শ্রেনী ইউ‌নিয়‌নে ৯নং ওয়ার্ড ভদ্রপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৮নং ওয়া‌র্ডের দ‌ঁড়িচর পাঁচপাড়া সরকা‌রি প্রাথমিক বিদ‌্যাল‌য়ের কেন্দ্রের টয়লেট থে‌কে ব্যালট পেপার উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনার খবর‌টি ছ‌ড়ি‌য়ে পড়‌লে এলাকাজু‌ড়ে তোলপাড় সৃ‌ষ্টি হয়।

এ বিষ‌য়ে উপ‌জেলা নির্বাচন অফিসার ও ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আহসান হা‌বি‌বের সা‌থে মোবাইল ফোনে একা‌ধিকবার যোগা‌যো‌গের চেষ্টা ক‌রেও তা‌কে পাওয়া যায়‌নি।


এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার স্মারকলিপি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT