আ‘লীগ প্রার্থীর বিরুদ্ধে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ;উলিপুরে বিপুল পরিমাণ লগি বৈঠা উদ্ধার
নিজস্ব প্রতিনিধি মঙ্গলবার বিকেল ০৫:৫০, ১৪ ডিসেম্বর, ২০২১
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ উঠেছে।
গত রবিবার (১৩ ডিসেম্বর) রাতে ওই ইউনিয়নের বাগুয়া অনন্তপুর বাজারে একটি ফার্নিচারের দোকান থেকে বিপুল পরিমাণ লগি বৈঠা জব্দ করে পুলিশ। বিষয়টি নিয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে। অনাকাঙ্খিত পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও রিটার্নিং অফিসারের পক্ষ থেকে নেয়া হয়েছে সতর্ক পদক্ষেপ।
জানা গেছে, হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর বাজারে রুবেল নামে এক ব্যক্তির ছ’মিলে ৩০০ লগি বৈঠার অর্ডার দেয়া হয়। পরে সেগুলো সাইজ করার জন্য ওই বাজারে সিয়াম ফার্নিচারের দোকানে পাঠানো হয়।
ছ’মিলের হেড মিস্ত্রী মিন্টু মিয়া জানান, রাজু ও জাহাঙ্গীর নামে দুই যুবক ৭ হাজার ৫০০ টাকায় ৩০০ লগি বৈঠার অর্ডার করেন। জাহাঙ্গীর এজন্য আমাকে ১ হাজার টাকার বায়না দেয়।
সিয়াম ফার্নিচারের মালিক আনিছুর রহমান জানান, জাহাঙ্গীর আলম গত রবিবার (১২ ডিসেম্বর) সকালে ৩০০ লগি বৈঠা সাইজ করার অর্ডার দেয়। এজন্য আমাকে তারা অগ্রিম ৫০০ টাকা দিয়েছে। আমি সবগুলো লগি বৈঠা তৈরী করেছি। তাদের সাথে আমার ২ হাজার টাকার চুক্তি হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে উলিপুর থানা পুলিশ লগি বৈঠাগুলো জব্দ করে নিয়ে যায়।
হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক ভাই আমাকে লগি বৈঠা তৈরী করার দায়িত্ব দিয়েছে। ভোটের দিন গন্ডগোল হবে, সেজন্য এগুলো ব্যবহার করা হবে বলে জানিয়েছে।
হাতিয়া ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী শায়খুল ইসলাম নয়া জানান, আমি শুনেছি জাতীয় পার্টির কর্মীর দোকান থেকে ৩০০ লগি বৈঠা পাওয়া গেছে। এর সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিট অফিসার এসআই আনিসুর রহমানের নেতৃত্বে হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর বাজার থেকে রবিবার রাতে একটি ফার্নিচারের দোকান থেকে ৩০০ লগি বৈঠা জব্দ করা হয়। নির্বাচনী পরিবেশ যাতে বিনষ্ট না হয়, এজন্য পুলিশ তৎপর রয়েছে।
জেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর আলম রাকিব হাতিয়া ইউনিয়নে লগি বৈঠা উদ্ধারসহ একাধিক আচরণবিধি লংঘনের অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে রিটার্নিং অফিসার ও পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে। সরকারের পক্ষ থেকে জিরো টলারেন্স’র সতর্ক বার্তা দেয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে সকল ধরণের উদ্যোগ নেয়া হয়েছে।