‘আ‘লীগের সময় বছরে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে’ – টিআইবি
মেঘনা নিউজ ডেস্ক শনিবার রাত ১১:৫১, ২ নভেম্বর, ২০২৪
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানিয়েছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে প্রতিবছর ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে।
শনিবার ( ২ নম্বেভর) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে পাচার হওয়া অর্থ ও তা উদ্ধারের উপায় শীর্ষক সেমিনারে টিআইবির নির্বাহী পরিচালক এ কথা বলেন।
বাণিজ্যের নামে অর্থপাচার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব। তবে তা সময়সাপেক্ষ। অর্থপাচার বন্ধে রাজনীতি, আমলাতন্ত্র ও ব্যবসা খাতকে আরো দায়িত্বশীল হতে হবে।