ঢাকা (রাত ১০:৫৭) সোমবার, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ ক্ষণজন্মা কালপুরুষ ইউসুফ জামিল বাবুর ৭ম প্রয়াণ দিবস

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock শনিবার সন্ধ্যা ০৬:১৭, ১৮ নভেম্বর, ২০২৩

এক স্বপ্নীল কালপুরুষ। তাঁর হাত ধরে বদলে গিয়েছিল বৃহত্তর দাউদকান্দির রাজনৈতিক পথ।

তিনি হাটঁলে পথ তাঁর সঙ্গী হতেন। এসেছিলেন এই সমাজের এক অভিভাবক হয়ে। মানুষের পাশে থেকে একটি আধুনিক সমাজ ব্যবস্থা গড়ে তুলাই ছিল তাঁর মূখ্য লক্ষ্য। এই জনপদে আধুনিক পথের সুচনা তাঁর হাত ধরেই।

 

অসহায় মানুষের মনমনিকোঠায় ঠাঁই নিয়েছেন এই প্রবাদ পুরুষ। পথ ও পথের মানুষকে আপন করে নেওয়াই যাঁর সহজাত ঔদার্যবোধ, ধর্ম ও বৈশিষ্ট্য।

 

এমন দিকপাল আদর্শভরা মানুষটি যেমন জনসেবক জনপ্রতিনিধি হিসেবে সুনাম কুড়িয়েছেন তেমনি ক্রীড়া জগতের উন্নয়নে কুমিল্লা জেলা জুড়ে ব্যাপক ইতিবাচক ভূমিকা রেখেছেন।

 

তিনি দাউদকান্দির রাজনৈতিক আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। মানুষের মুখে মুখে এখনও তাঁর সুখ্যাতির গুণ কীর্তন শোভিত।

 

রাজনৈতিক প্রজ্ঞা, দুরদর্শীতায় ভরপুর এক হেমিলনের বাঁশিওয়ালা মানবতার ফেরিওয়ালা

তিনি জনতার দাদা, জননেতা, দানবীর ও সাবেক বৃহত্তর দাউদকান্দি উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান ইউসুফ জামিল বাবু।

আজ ক্ষণজন্মা কালপুরুষ ইউসুফ জামিল বাবুর ৭ম প্রয়াণ দিবস

আজ (১৮ নভেম্বর) শনিবার এই ক্ষণজন্মা প্রবাদপুরুষের ৭ম প্রয়াণ দিবস।

 

প্রয়াণ দিবস উপলক্ষে দোয়া চেয়েছেন তাঁরই ঔরসজাত জেষ্ঠ্য তনয় দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন ও সর্ব কনিষ্ঠ পুত্র কুমিল্লা জেলা পরিষদের সদস্য নাছিম ইউসুফ রেইন।

 

দিবসটি উপলক্ষে মহান এই রাজনৈতিক প্রবাদ পুরুষের লাখো গুণগ্রাহী তাঁকে দোয়া ও শ্রদ্ধায় আজ স্মরণ করবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT