ঢাকা (বিকাল ৫:১৭) রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

অক্টোবরে ২১ হাজার ৯৩২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ৮৬

বাংলাদেশ সংবাদ Source তথ্যসূত্রঃ https://www.kalerkantho.com/online/national/2022/10/31/1198762 ২১৬০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ০৮:৪৮, ৩১ অক্টোবর, ২০২২

সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরো আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আরো ৮৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, শুধু অক্টোবরে সারা দেশে ২১ হাজার ৯৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৮৬ জন।

সে হিসেবে গড়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি সংখ্যা ৭০৭ জন। দৈনিক গড়ে ২ দশমিক দশমিক ৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন ভর্তি ৫৪৫ জন। ঢাকার বাইরে সবচেয়ে বেশি ১১১ জন রোগী চট্টগ্রাম বিভাগে। এরপর বরিশাল বিভাগে ৭৫ জন। নতুন রোগীদের নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি আছে ৩ হাজার ৫৮৪ জন। এর মধ্যে ঢাকার ৫৩টি হাসপাতালে ভর্তি আছে ২ হাজার ৩০৯ জন। ঢাকার বাইরে ১ হাজার ২৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৪১ জনের মধ্যে সর্বোচ্চ ৮৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে মারা গেছেন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রাম বিভাগে ৩৮ জন মারা গেছেন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ২৪ জন। হাসপাতালে ভর্তি ও মৃত্যুর মোট এ সংখ্যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০১৯ সালে দেশে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২০২১ সালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT