ঢাকা (বিকাল ৩:৪৩) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

ঢাকা বিভাগ ২২১৯ বার পঠিত

আসাদ খন্দকার আসাদ খন্দকার Clock শনিবার বিকেল ০৫:২০, ৫ জুন, ২০২১

৯ম পে স্কেল সহ ৭ দফা দাবী আদায়ের দাবীতে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সরকারী কর্মচারী দাবী আদায় পরিষদের আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

মানববন্ধন শেষে আবুল খায়ের মজুমদারের সঞ্চালনায় ও বাংলাদেশ সরকারী কর্মচারী সংহতি পরিষদের সভাপতি নিজামুল ইসলাম ভূঁইয়া মিলনের সভাপতিত্ব বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারী কর্মচারী দাবী আদায় পরিষদ মূখ্য সমন্বয়ক মোঃ ওয়ারেছ আলী, সমন্বয়ক আমজাদ আলী খাঁন, কো-সমন্বয়ক আনোয়ারুল ইসলাম তোতা। অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কায়সার হোসেন, মোজাহারুল ইসলাম, ফরিদ আহমেদ সরদার, কামরুজ্জামান উজ্জল, গাজীউল হক চৌধুরী, জিয়াউল হক, শাহিনুর রহমান, রিন্টো লাল চৌধুরী, আশফাকুল আশেকিন, ফজলুল হক, সৈয়দ রেজাউল করিম, কে বি জাহাঙ্গীর, জাহাঙ্গীর আলম, মতিউর রহমান প্রমুখ।

বাংলাদেশ সরকারী কর্মচারী কল্যাণ ফেডারেশন এর সভাপতি ও মূখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী বলেন- প্রজাতন্ত্রের কর্মচারীদের ২০০৯ সালে ৭ম জাতীয় পে-স্কেল প্রদান করা হয় এবং সর্বশেষ ২০১৫ সালে ৮ম পে-স্কেল মাননীয় প্রধানমন্ত্রী কতৃর্ক প্রদান করা হয়। বর্তমান সময়ে বাজার মূল্যের লাগামহীন উর্দ্ধগতি ও পারিবারিক ব্যয় বৃদ্ধির দরুণ ২০২১ সালে ৯ম জাতীয় পে-স্কেল প্রদান অনিবার্য হয়ে পড়েছে।

মানববন্ধন শেষে ৭ দফা দাবী সংবলিত স্মারক লিপি জাতীয় সংসদের মাননীয় স্পিকারের নিকট প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ সরকারী কর্মচারী কল্যাণ ফেডারেশন এর সভাপতি ওয়ারেছ আলী সহ কেন্দ্রীয় অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT