১০০ বোতল ফেন্সিডিলসহ দুই মোটরসাইকেল আরোহী আটক
এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা মঙ্গলবার রাত ০১:৫১, ১২ জানুয়ারী, ২০২১
কুমিল্লার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে মোটরসাইকেলে করে ফেনসিডিল পরিবহণকালে দুইজনকে আটক করেছে পুলিশ।
১১ জানুয়ারী সন্ধ্যায় মহাসড়কের হাসানপুর তাসফিন পাম্প এলাকা থেকে তাদেরকে আটক করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
আটকরা হলেন জেলার সদর দক্ষিণ উপজেলার লালবান গ্রামের আমান মিয়ার ছেলে জুয়েল(২৪) ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোসেন্দি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে সানিউর রহমান (২৫)।
পুলিশ তাদের সাথে থাকা ব্যাগে বিশেষ কৌশলে পেপার দিয়ে কস্টিপে মোড়ানো ফেনসিডিলের দশটি প্যাকেট উদ্ধার করেন। প্রতিটি প্যাকেটে ১০টি বোতল করে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
দাউদকান্দি মডেল থানার অফিসার–ইন–চার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই দেলোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করে। তারা মোটর সাইকেলে (ঢাকামেট্টো–ল– ১৩–৮৫৯৮) করে কুমিল্লার সোয়াগাজি থেকে গজারিয়ার উদ্দেশ্য যাচ্ছিলো। দাউদকান্দি থানায় মামলার প্রস্তুতি চলছে।