ঢাকা (সকাল ৮:০৩) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

হোম আইসুলেসনে থাকা আকলু মিয়ার মৃত্যু

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শনিবার রাত ১১:৩৮, ৯ মে, ২০২০

 মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আকলু মিয়া নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে হোম আইসোলেশনে থাকা অবস্থায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি উপজেলার আলীরগাঁও ইউনিয়নের ধর্ম গ্রামের বাসিন্দা। শনিবার (৯ মে) সকালে গোয়াইনঘাট থানা পুলিশ সদস্যরা তার দাফন সম্পন্ন করে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল আকলু মিয়া সর্দি, কাশি ও জ্বর নিয়ে চিকিৎসার জন্য জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে থেকে করোনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগ তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা শেষে গত ২ মে হাসপাতাল থেকে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। বিষয়টি জানার পর গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে হোম আইসোলেশনে রেখে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। সপ্তাহখানেক হোম আইসোলেশনে থাকার পর শুক্রবার রাতে আকলু মিয়া মারা যান। গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব বলেন, গত ২ মে ওই বৃদ্ধের করোনা শনাক্ত হওয়ার পর তাকে আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান। পরে গোয়াইনঘাট থানা পুলিশ ও স্বেচ্ছাসেবীদের সহায়তায় মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT