হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এক শিশুর মৃত্যুর আভিযোগ
মোঃ সেলিম,ঠাকুরগাঁও সোমবার রাত ০২:৫৬, ১৪ ডিসেম্বর, ২০২০
ঠাকুরগাঁওয়ে আধুনিক সদর হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১৩ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
শিশুটি শহরের আশ্রমপাড়া মহল্লার ফয়সাল মাহমুদের মেয়ে ফালাক (১০ মাস)। রোগীর স্বজনদের সাথে দূর্ব্যবহারের অভিযোগ উঠেছে।
পরিবারের অভিযোগ, ১০ মাস বয়সের শিশু ফালাককে শনিবার রাতে শ্বাসকস্টজনিত রোগে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সময় মত অক্সিজেন সরবরাহ না দেয়ায় আজ রবিবার সকাল ৮টায় শিশুটির মৃত্যু হয়।
স্বজনদের অভিযোগ,হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে শিশুটির মৃত্যু হয়েছে।
এ বিষয়ে হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. শাহজাহান নেওয়াজ বলেন, শিশুটির হার্টের সমস্যা ছিল। রবিবার রাত ৯টা ৪৫ মিনিটে শ্বাসকস্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তাকে অক্সিজেন দেয়ার প্রয়োজনীয়তা দেখা দিলে ওয়ার্ড বয় অক্সিজেন আনতে যায়। এরই মধ্যে বাচ্চাটি মারা যায়।